শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবার ৭ নম্বরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৮, ২:৫০ পিএম

টেস্ট র‌্যাঙ্কিংয়ের পর এবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে বাংলাদেশের। বুধবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেট প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সেরা অবস্থান। এর আগে গেল বছরের মে মাসে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠেছিল টাইগাররা। এদিকে ২০১৩ সালের পর আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড।

এক ক্যালেন্ডার বর্ষের পরিসংখ্যান নিয়ে বুধবার র‌্যাঙ্কিং আপডেট প্রকাশ করেছে আইসিসি। নতুন র‌্যাঙ্কিংয়ে ১২৫ রেটিং পয়েন্ট ভারতকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে ইংল্যান্ড। ইংলিশদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে বিরাট কোহলির ভারত। দক্ষিণ আফ্রিকা নেমে গেছে তৃতীয় স্থানে। তাদের রেটিং পয়েন্ট ১১৩। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সপ্তম স্থানে থাকা বাংলাদেশের পর শীর্ষ দশের শেষ তিনটি দল যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
তামিম ২ মে, ২০১৮, ৩:০৬ পিএম says : 0
খুব ভালো খবর
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন