রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাহিত্য

বু ক ক র্ণা র

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

কবিতা ক্যু

কবি সাকিব জামালোর ‘কবিতা ক্যু’ পাঠ করলাম। সুন্দর বাক্য বিন্যাস আছে কবিতায়। সহজ সরল পাঠকদের বইটি ভাল লাগবে। প্রতিবাদও আছে, প্রেমও আছে। আছে আন্তর্জাতিকতা।
যেমন : মিয়ানমারের সেনাবাহিনী তোমাদের বিবৃবিতে বিশ্ব অবাক, হতাশ।

অথবা
বন্ধু আয় বুকে আয়
চলার পথে হলোই যখন ফের দেখা
হ্যান্ডশেক নয়! কোলাকুলি করি
স্মৃতিটুকু হৃদয়ে- থাক দারুনভাবে লেখা।

বহুদিন, বহুসময় গেল কেটে
তবুও তোর স্মৃতিভরা নিউরণগুলো মাঝে মাঝে দেয় নাড়া
ব্যস্ত কেন চলে যেতে?
বন্ধু, আয় কিছুক্ষণ দাড়া।

এই কবিকে আরও পথ ভাঙতে হবে। শিল্প
কবিতার প্রধান বিষয়। ছাপা-বাঁধাই মোটামুটি।
প্রকাশকাল : ২০১৮
আজকাল প্রকাশনা : ৩৮/২
খ বাংলাবাজার, ঢাকা
মূল্য : ১৫০ টাকা।
০ ফারুক রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন