মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্সের নতুন ডিএমডি রিজওয়ান দাউদ শামস

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে ডিএমডি (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে নিয়োগ পেয়েছেন রিজওয়ান দাউদ শামস। গত মঙ্গলবার তিনি এই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস ফাইন্যান্স এন্ড ¯েপশাল এসেট ম্যানেজমেন্ট পদ থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হন। তাঁর ফাইন্যান্সিয়্যাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা আছে দীর্ঘ ১৫ বছরের। রিজওয়ান ২০০৭ সালের ১ নভেম্বর সিনিয়র ম্যানেজার-করপোরেট ইনভেস্টমেন্ট পদে আইপিডিসি’তে যোগ দেন এবং অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আইপিডিসি’তে যোগ দেওয়ার পূর্বে জিএসপি ফাইন্যান্স কো¤পানি, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ (ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ (মাস্টার’স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) স¤পন্ন করেছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন