সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জিনজিরায় সমাজ গঠনে ব্যাতিক্রমধর্মী র‌্যালি

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

 

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জে অরাজনৈতিক সংগঠন জিনজিরা ফেন্ডস ক্লাবের উদ্যোগে মাদককে না বলি, শিক্ষার আলোয় আলোকিত করতে চাই, পরিস্কার পরিচ্ছন্ন, জিনজিরার ঐক্য ও সুন্দর সমাজ গড়তে চাই এই শোøাগানকে সামনে নিয়ে একটি ব্যাতিক্রমধর্মী র‌্যালী বের করা হয়। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জিনজিরা ঈদগামাঠ থেকে এই র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটিতে জিনজিরার বিশিষ্ট রাজনীতিবীদ, ব্যাবসায়ী, জনপ্রতিনিধি আইনজীবি, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার শতশত মানুষ অংশ নেয়। র‌্যালীটি পুরো জিনজিার ইউনিয়ন এলাকা প্রদক্ষিণ করে জিনজিরা বাসস্টান্ডে এসে শেষ হয়। জিনজিরা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোক্তা হাজী মোঃ মাহমুদ আলী জুয়েল ও হাজী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে র‌্যালীটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ নাজিম উদ্দিন, ব্রাদার্স বোর্ড মিলের চেয়ারম্যান হাজী সারোয়ার হোসেন, ডায়মন্ড মেলামাইন ইন্ডাষ্ট্রিজের স্বত্বাধিকারী মোঃ মুক্তার হোসেন, কামরুজ্জামান হেনরী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পুলিশ কর্মকর্তা গোলাম সাব্বির, ঢাকা হাইকোর্টের ডিপুটি এটোর্নী জেনারেল ব্যারিস্টার মনিরুজ্জামান রুবেল, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু। ফ্রেন্ডস ক্লাবের উদ্যোক্তা হাজী মোঃ মাহমুদ আলী জুয়েল জানান, জিনজিরা ইউনিয়নকে মাদক মুক্ত, পরিস্কার-পরিচ্ছন্ন, সবার মধ্যে ঐক্যের সৃষ্টি ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন