বাউফল উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর থেকে গতকাল (বুধবার) সকালে ৬০ মণ জাটকা ইলিশ পাচারকালে আটক করেছে কালাইয়া নৌপুলিশ। পরে আটককৃত মাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মলয় কৃষ্ণ দে জানান, বুধবার সকালে উপজেলার কালাইয়া বন্দরের ডালিমা ব্রিজ সংলগ্ন খাল থেকে প্রচুর পরিমাণ জাটকা ইলিশ রাজধানীর উদ্দেশ্যে পাচার হচ্ছে, এমন গোপন খবরের ভিত্তিতে এসআই কবির ও এএসআই হালিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ৪/৫ জনের একটি পাচারকারী দল মাছ ফেলে পালিয়ে যায়। পুলিশ মাছগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামানকে জানান। পরে মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাছে বিলিয়ে দেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন