সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

২ ও ৫ টাকার নোট কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : বাজারে দুই ও পাঁচ টাকার নোট কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দুই ধরনের নোট বিনিময়ের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে। অতি প্রয়োজন হলেও একজনকে একশ’ পিসের বেশি না দিতে বলা হয়েছে। যদিও এসব মূল্যমানের ধাতব মুদ্রা সরবরাহে কোনো বিধিনিষেধ নেই। এর আগে অপর এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ব্যাংক দুই ও পাঁচ টাকা মূল্যমানের অর্থ উত্তোলন করতে চাইলে অন্তত ৮০ শতাংশ ধাতব মুদ্রা নেওয়া বাধ্যতামূলক করা হয়।
ব্যাংকগুলো ধাতব মুদ্রা জমা দিতে চাইলেও বিভিন্ন অজুহাতে কেন্দ্রীয় ব্যাংক নিতে চায় না বলে অভিযোগ বেশ পুরনো। আর এ কারণে ব্যাংকগুলোও গ্রাহকের কাছ থেকে ধাতব মুদ্রা নিতে অনীহা দেখায়। কেন্দ্রীয় ব্যাংক তাদের থেকে না নেওয়ায় তারাও গ্রাহক থেকে নিতে অনাগ্রহ দেখান বলে ব্যাংকাররা বিভিন্ন সময়ে বলে আসছেন। এ রকম পরিস্থিতির মধ্যে দুই ও পাঁচ টাকার নতুন নোট পাচার হচ্ছেÑ এমন খবর এসেছে। গত বছরের ২৯ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ব্যাংক দুই ও পাঁচ টাকা মূল্যমানের নগদ অর্থ উত্তোলন করতে চাইলে আবশ্যিকভাবে ৮০ শতাংশ ধাতব মুদ্রায় এবং অবশিষ্ট অর্থ কাগুজে নোটে গ্রহণ করতে হবে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্নিষ্ট একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে ধাতব মুদ্রা রাখার স্থান সংকুলান না হওয়ায় কিছু সমস্যা হচ্ছে। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাধারণ কাগজের চেয়ে অধিকতর টেকসই হওয়ায় এবং সন্দেহ এড়াতে বিভিন্ন দেশের মাদকসেবীরা হেরোইন ও ইয়াবার মতো মাদক গ্রহণের জন্য বাংলাদেশের দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কাগুজে নোট ব্যবহার করছে। উল্লেখ্য ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত, যা ইস্যু হয় অর্থ মন্ত্রণালয় থেকে। এ ছাড়া ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। সরকারের ইস্যু করা নোটে সই করেন অর্থ সচিব। আর বাংলাদেশ ব্যাংক ইস্যু করা নোটে গভর্নরের সই থাকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন