আজ রোববার সারাদেশের সাথে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
দিনাজপুর বোর্ডের পাশের হার ৭৭.৬২। মোট জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ছাত্র ৫৬৮০ এবং ছাত্রীর সংখ্যা হচেছ ৫০৭৫ জন।
দিনাজপুর বোর্ডের অধীনে শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা হচ্ছে ৮৪টি এবং একজনও পাশ করেনি অর্থাৎ শুন্য পাশ স্কুলের সংখ্যা হচ্ছে ৫টি।
এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা হচ্ছে এক লক্ষ ৮৭ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পাশ করেছে এক লক্ষ ৪৪৮৭৬ জন।
উল্লেখ্য দুপুর ১ টায় উত্তর গোবিন্দপুর এলাকায় অবস্থিত বোর্ডের নুতন ভবনে গণমাধ্যম কর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন