চট্টগ্রাম বন্দরে আবারও মিথ্যা ঘোষণায় আনা এক কন্টেইনার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ ৪০ ফুট দীর্ঘ সন্দেহভাজন এই কন্টেইনারটি আটক করে। রোববার নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে কন্টেইনারটির কায়িক পরীক্ষা করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ব্র্যান্ড নিউ প্রিন্টিং মেশিন আমদানির নামে এলসি খোলা হয়েছিল। কাস্টমসে দাখিল করা আইজিএম-এও প্রিন্টিং মেশিনের কথা বলা হয়েছিল। কিন্তু কন্টেইনারটিকে সন্দেহজনক ধরে খোলার পর দেখা গেছে সব বিদেশি সিগারেট, যেগুলো আমদানির কোনও অনুমতি নেই। আমদানিকারক প্রতিষ্ঠানের হদিস পাওয়া যায়নি। কন্টেইনারটিতে কি পরিমাণ সিগারেট রয়েছে তা গণনা চলছে। সিগারেট আমদানিতে ৪৫০ শতাংশ ডিউটি দিতে হয়। আর এ কারণে মিথ্যা ঘোষণায় সিগারেট আমদানি করা হয়।
এর আগে গত ২৮ এপ্রিল ২০ ফুট দীর্ঘ একটি কন্টেইনারে দুটি ব্যান্ডের ৬ লাখ ৩০ হাজার সিগারেটের প্যাকেট এবং ১ কোটি ৩০ লাখ শলাকা পাওয়া গিয়েছিল। আমদানিকারক প্রতিষ্ঠান ৩৬০ বেল্ট ফেল্ট নামে ফোম জাতীয় পণ্য আমদানির ঘোষণা দিয়ে এই সিগারেট এনেছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন