চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে আনা অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যক্তিগত পণ্য ঘোষণা দিয়ে আনা হয় এসব সিগারেট। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান চালানটি আটকের কথা জানিয়েছেন। কলম্বো থেকে আনা ৫০ লাখ ৯১ হাজার টাকার বিদেশি সিগারেটের চালানটি গত ১৮ জুন বন্দরে আসে। হবিগঞ্জ জেলার ফিরোজ মিয়ার ছেলে মিজান ব্যক্তিগত ব্যবহৃত পণ্য ঘোষণা দিয়ে চালানটি আমাদানি করে। গোপন সংবাদের চালানটি কায়িক পরীক্ষা করে মিথ্যা ঘোষণায় পণ্য আনার প্রমাণ পায় কাস্টম কর্তৃপক্ষ। উল্লেখ্য ২৮ এপ্রিল ৭৫ লাখ শলাকা বিদেশি সিগারেট আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন