শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার পাপনের কাছে ‘বাঁচাও ফুটবল’

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির সদস্যদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নানা দুর্নীতির বিরুদ্ধে এখনো সোচ্চার সাবেক তারকা ফুটবলার ও সংগঠকরা। আর এসবের চিত্র তুলে ধরতেই এবার তারা গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি’র কাছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে বেশ কিছু আগে জোট বেঁধেছেন দেশের সাবেক তারকা ফুটবলার ও সংগঠকরা। তারা জোট ‘বাঁচাও ফুটবল’ এর ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এই ‘বাচাঁও ফুটবল’ এর সদস্যরা গতকাল বিসিবি সভাপতির সঙ্গে এক আলোচনায় বসে তাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আবেদন জানান।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সাবেক ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন- জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, গোলাম সারওয়ার টিপু, শামসুল আলম মঞ্জু, মঈন আহমেদ, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, কোহিনুর রহমান, আবদুল গাফফার, মোহাম্মদ মহসিন, শেখ মোহাম্মদ আসলাম, মোশারফ বাদল, খন্দকার ওয়াসিম ইকবাল, কায়সার হামিদ, শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মাসুদ রানা, মোহাম্মদ আলমগীর, ইমতিয়াজ আহমেদ নকিব, মো. রিয়াজ উদ্দিন রিয়াজ, সাইফুর রহমান মনি, মিজানুর রহমান ডন, মুরাদ আহমেদ মিলন, বখতিয়ার উদ্দিন, রিয়াদ ও জালাল উদ্দিন। সংগঠকদের মধ্যে ছিলেন- লোকমান হোসেন ভূঁইয়া, মনজুর হোসেন মালু, একেএম মুমিনুল হক সাঈদ, আবু হাসেন চৌধুরী প্রিন্স, আশফারুজ্জামান সোহরাব, নাসিরুল ইসলাম মল্লিক পিন্টু, আবদুর রব মাহবুব, আনোয়ারুল করিম হেলাল, এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান ও আবদুল মান্নান।
সভায় বক্তারা বাফুফের আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে পরিবর্তন আনার দাবী তুলেন। তারা পাপনের উদ্দেশ্যে বলেন, ‘কাজী সালাউদ্দিনের দায়িত্বকালে গত আট বছরে দেশের ফুটবল ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই সময়ে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে বাফুফেজুড়ে। এখনো সময় আছে সালাউদ্দিনের হাত থেকে দেশের ফুটবলকে রক্ষা করার।’
সভা শেষে শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু মিডিয়াকে বলেন, ‘আমরা বিসিবি সভাপতির সামনে বাফুফের চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নানা দুর্নীতির একটি চিত্র উপস্থাপন করেছি। আমরা মনে করেছি বিসিবি সভাপতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন অভিভাবক। সেই অভিভাবকের মাধ্যমে দেশের অভিভাবক মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তা ও বক্তব্য তুলে ধরার আবেদন করেছি। তিনি এ ব্যাপারে আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা চাই বাফুফেতে একটি স্বচ্ছ ও দেশের ফুটবলকে সঠিকভাবে চালাতে একটি যোগ্য কমিটি নির্বাচিত হোক।’ বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি সাবেক খেলোয়াড় ও সংগঠকদের কথা শুনেছি, তারা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমি আগামী দু-তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন