শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ক্রিকেটারদের দলবদল শুরু

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ক্রিকেট মৌসুম আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ লীগকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে প্রিমিয়ারের দলবদল এবং তা আজও চলবে। এছাড়া ৮ ও ৯ এপ্রিল দুইদিন প্রথম বিভাগের দলবদল অনুষ্ঠিত হবে। ২৬ এপ্রিল শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। প্রিমিয়ারে গতকাল প্রথম দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৫ জন ক্রিকেটার দলবদল করেছে। তার মধ্যে প্রথম দিনে চমক দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। গতবারের চ্যাম্পিয়ন শহীদ শাহজাহান সংঘের মাহবুবুল করিম মিঠু, এফএমসির সাবেক জাতীয় তারকা খেলোয়াড় নাজিম উদ্দিনকে চট্টগ্রাম বন্দর দলে ভিড়িয়েছে। জানা গেছে, এবারের লীগে ঢাকায় অংশ নেয়া চট্টগ্রামের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৫ জন খেলতে পারবে একটি দলের হয়ে। এছাড়া কোটার খেলোয়াড়দের মধ্যে প্রতিটি দলে ৭ জন ক্রিকেটার রেজিস্ট্রেশনের বিপরীতে খেলতে পারবে ২ জন প্রতি ম্যাচে। এবারের প্রিমিয়ার সরাসরি লীগে অনুষ্ঠিত হবে। এতে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে এবং সর্বনিম্নে থাকা দলটি রেলিগেটেড হবে। তবে প্রথম বিভাগের ১৬টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে। পরে দুই গ্রুপের দুইটি করে সেরা অর্থাৎ মোট চারটি দল নিয়ে সুপার ফোর পর্বের খেলা শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন