স্পোর্টস ডেস্ক : আইপিএল শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও ধনী ক্রিকেট লিগ। ভারতের বেশ কয়েকটি রাজ্যের ক্রিকেট মাঠগুলোয় মাসব্যাপী খেলা হবে আইপিএলের ম্যাচ। কিন্তু এবার শুরুর আগেই বিপত্তিতে এবারের আসর। মহারাষ্ট্র রাজ্যের ম্যাচগুলো নিয়েই মূলত বাদ সেধেছেন আদালত। কারণ, খরায় আক্রান্ত এ রাজ্যর পিচে পানি ব্যবহার নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) কটাক্ষ করেছেন বম্বে আদালত। আবেদনকারী বলেন, মহারাষ্ট্রের মুম্বাই, পুনে ও নাগপুরে আইপিএলের ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচের পিচের জন্য প্রায় ৬০ লাখ লিটার পানি ব্যবহার করা হবে। ওই আবেদনের শুনানিতে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বেশি পানি ব্যবহার করে পিচ তৈরির জন্য কঠোর ভাষায় তিরস্কার করে আদালত বলেছেন, ‘আপনারা কীভাবে এত পানি অপচয় করছেন? মানুষ কি আইপিএলের চেয়ে গুরুত্বপূর্ণ?’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন