শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয় পানি বিশেষজ্ঞদের বৈঠক ডেকেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ৮:৩১ পিএম

পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২১-২২ মে ওয়াশিংটনে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক ডেকেছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া ‘সিন্ধু পানিচুক্তি’ লঙ্ঘন করে ভারত নিলম নদীর ওপর কিষানগঙ্গা ও চেনাব নদীর ওপর রাতলি বাঁধ নির্মাণ করেছে বলে পাকিস্তান অভিযোগ করে। বিষয়টি তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠনেরও দাবি জানায় ইসলামাদ। গত চার বছরে দুই দেশ এ ইস্যুতে সাত দফা বৈঠক করেছে।আলোচনায় অংশ নিতে ইন্দুস বেসিনের ভারপ্রাপ্ত কমিশনার মেহের আলী শাহর নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে যাবে। দলে কেন্দ্রীয় পানিসম্পদ সচিব সুমাইল খাজা এবং পররাষ্ট্র ও অ্যাটর্নি জেনারেলের দফতর থেকে একজন করে প্রতিনিধি থাকবেন।২১ মে পরিচিতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় অধিবেশন বসবে ২২ মে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন