সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স¤প্রসারিত এলাকার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


গতকাল বেলা ১১টায় প্যানেল মেয়র মোঃ ওসমান গনির সভাপতিত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ঢাউসিক) স¤প্রসারিত এলাকার বর্তমান জনপ্রতিনিধিদের সাথে ঢাউসিক কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স¤প্রসারিত এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ স্ব স্ব এলাকার উন্নয়নের বিষয়ে মতামত ব্যক্ত করেন। মোঃ ওসমান গনি বলেন স¤প্রসারিত এলাকাকে সুপরিকল্পিতভাবে আধুনিক নগরীতে রূপান্তরিত করা হবে। এসব এলাকার জনসাধারণ যেন সব ধরণের নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারেন সে লক্ষ্যে সরকার শুরু থেকেই সচেতন রয়েছে।
সভায় জানানো হয় যে, নবগঠিত প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, স্বাস্থ্য কেন্দ্র, ঈদগাহ, শিশু পার্ক, কমপক্ষে ৩টি বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), ৩টি পাবলিক টয়লেট এবং ওয়াসার পাম্প/বিদ্যুতের উপকেন্দ্র স্থাপন করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন