রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এইচপি দলেও ঠাঁই মেলেনি লিখনের

বিশেষায়িত পেস বোলিং ক্যাম্পেও ইয়াসিন

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : তরুণ আর অভিজ্ঞতার মিশেলে এইচপি দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পারফরম্যান্স দেখিয়ে তাতে জায়গা করে নিয়েছেন ফারদিন হাসান অনির মতো তরুণ। ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক নৈপুণ্য দেখানো মিজানুর রহমান, আব্দুল মজিদের মতো অভিজ্ঞরা। ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমে কোন ম্যাচ না পাওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেনকে রাখা হয়নি এইচপি দলে। এইচপি দলে লেগ স্পিনার হিসেবে আছেন মোহাম্মদ রিশাদ আহমেদ।
সদ্য সমাপ্ত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তিন সেঞ্চুরি করেন ওপেনার মিজানুর। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে নজর কাড়েন দুই তরুণ নাঈম ও ফারদিন। ২৪ সদস্যের দলে টপ অর্ডার ব্যাটসম্যান আছে আরও চার জন- সাইফ হাসান, সাদমান ইসলাম, রবিউল ইসলাম রবি ও আব্দুল মজিদ। মিডল অর্ডারে ডাক মিলেছে ছয় জনের। স্পিনার হিসেবে মেহেদি হাসান, আসিফ হাসান, তানভীর ইসলাম ও নাঈম হাসানের সঙ্গী আনকোরা রিশাদ আহমেদ। দলে ডাক পেয়েছেন ছয় পেসার।
দেশের ক্রিকেটের পাইপলাইনের এই ক্রিকেটারদের ১৬ সপ্তাহের দীর্ঘ ট্রেনিং ক্যাম্প শুরু হবে ২৮ মে, চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষায়িত পেস বোলিং ক্যাম্পেরও স্কোয়াড ঘোষনা করেছে বিসিবি। তরুণ পেসারদের ফিটনেস বাড়াতে হাইপারফরম্যান্স ইউনিটের অধীনে বিশেষ ক্যাম্পে করতে যাচ্ছে বিসিবি। বিশেষায়িত এই পেস বোলিং স্কোয়াডে ডাক পেয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাতের মতো তরুণেরা। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন জাতীয় দলে খেলা কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, আবুল হাসান, আবু জায়েদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার মিলেছে ইবাদত হোসেন, কাজী অনিক, খালেদ আহমেদ, ইমরান আলী, হোসেন আলীদের। ডাক পাওয়া পেসারদের ২২ মে বেলা ১২টায় মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে। ক্যাম্প চলবে ২৩ মে থেকে ১ জুন। কক্সবাজারে হবে স্ট্রেংথ ও কন্ডিশনিং অনুশীলন।
এইচপি দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ২৭ মে মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে। তবে বিশেষায়িত পেস বোলিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করবে কক্সবাজার থেকে ফিরে।


২৪ জনের এইচপি দল
টপ অর্ডার : সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ, মিজানুর রহমান, ফারদিন হাসান অনি, রবিউল ইসলাম রবি, আব্দুল মজিদ।
মিডল অর্ডার : জাকির হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রæব, ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, তৌহিদ হৃদয়।
স্পিনার : মেহেদী হাসান, আসিফ হাসান, তানবীর ইসলাম, নাঈম হাসান, মোহাম্মদ রিশাদ আহমেদ।
পেসার : কাজী অনিক ইসলাম, রবিউল হক, হাসান মাহমুদ, ইয়াসিন আরাফাত, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।
এইচপি বিশেষায়িত পেস বোলিং স্কোয়াড
আবু জায়েদ, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, ইমরান আলী, আবুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, হোসেন আলী, আবু হায়দার, ইয়াসিন আরাফাত, হাসান মাহমুদ, কাজী অনিক, রবিউল হক, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন