রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নিজ দুর্গে বিধ্বস্ত কলকাতা

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১:৩০ এএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স নামটা রহস্যই হয়ে রইলো কলকাতা নাইট রাইডার্সের কাছে। এবার ঘরের মাঠ ইডেন গার্ডেনে মুম্বাইয়ের কাছে ১০২ রানের বিশাল ব্যবধানে হেরেছে শাহরুখ খানের দল। এ নিয়ে আইপিএলে মুম্বাইয়ের কাছে টানা ৮ ম্যাচ হারলো কলকাতা।
প্রথমে কলকাতার বোলারদের নাস্তানুবুধ করে ৬ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে মুস্তাফিজহীন মুম্বাই। ব্যাট হাতে রোহিত শর্মার দলে অবদান রাখেন প্রত্যেকেই। তবে সবচেয়ে বিধ্বংসী ছিলেন তরুণ ব্যাটসম্যান ইশান কিশান। ১৭ বলে অর্ধশত পূরণ করার পর এই উইকেটকিপার-ব্যাটসম্যান থামেন ২১ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৬২ রান করে। ৩ উইকেট নিলেও পিযুস চাওলা ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান।
জবাবে লড়াইয়ের চেষ্টাও করতে পারেনি দিনেশ কার্তিকের দল। ১১ বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১০৮ রানে। দুজন হন রান আউটের শিকার। আর দুটি করে উইকেট নেন দুই পান্ডিয়া সহদর হার্দিক ও কুনাল।
টানা তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই, পাঁচে নেমে গেছে কলকাতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন