শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের অর্ন্তভুক্ত আইসিটি ইনস্টিটিউট নির্মিত হচ্ছে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায়। নির্ধারিত স্থান পরিদর্শনে এসে আওয়ামীলীগ সংসদীয় দলের সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত সভাপতি নূর-ই আলম চৌধুরীর সাথে বিশ^ বিদ্যালয়ের ভিসিসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সভা করে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী জানুয়ারী থেকে এ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের অন্তর্ভুক্ত আইসিটি ইনস্টিটিউট নির্মানের লক্ষ্যে শুক্রবার দুপুরে উপজেলার দত্তপাড়া ও পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনে আসেন বিশ^ বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার নাসিরউদ্দিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি পদ্মা সেতু সংযুক্ত ঢাকা-খুলনা নির্মানাধীন ৬ লেন মহাসড়ক সংলগ্ন দত্তপাড়ায় ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের পাশের প্রায় ২ একর জায়গা চুড়ান্ত করেন। এর আগে প্রতিনিধি দলটি নূর-ই আলম চৌধুরীর সাথে সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহীম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শাজাহান, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূইয়া, উপ-বিশ^বিদ্যালয় প্রকৌশলী মোঃ আমিনুর রহমান, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডা. মো. সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার নাসিরউদ্দিন বলেন, পদ্মা সেতু দ্রæত বাস্তবায়নের সাথে সাথে এসব অঞ্চলে ব্যাপক কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে আমাদের বিশ^বিদ্যালয়ের অন্তর্ভুক্ত শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট এখানে নির্মাণ করা হবে। এখানে অনার্স কোর্স ছাড়াও আইসিটি বিষয়ক সর্টকোর্স থাকবে। সব মিলিয়ে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী শিক্ষার্জনের সুযোগ পাবে। আগামী জানুয়ারী থেকে কার্যক্রম শুরু হতে পারে। নূর-ই আলম চৌধুরী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ইনস্টিটিউট নির্মাণ হলে দক্ষিনাঞ্চলের দক্ষ জনশক্তি নির্মাণের কেন্দ্রস্থল হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন