রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ব্যাংকিং খাত পতনে নেতিবাচক পুঁজিবাজার

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: পুঁজিবাজারে টানা সাত কার্যদিবস ধরে শেয়ার বিক্রির চাপে সূচকে বড় ধরনের পতন নেমে এসেছে। আর সবচেয়ে বড় খাত হিসেবে বিবেচিত ব্যাংক খাতের পতনে সমগ্র পুঁজিবাজার নেতিবাচক অবস্থানে চলে গেছে। ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর আর্থিক বছর ডিসেম্বরে শেষ হয়েছে। ইতোমধ্যে বছর শেষের লভ্যাংশ ঘোষণাও হয়ে গেছে। অনেক কোম্পানির রেকর্ড ডেট শেষে সমন্বয় হওয়াতে শেয়ারদর অনেক নিচে নেমে গেছে। আবার এ দুই খাতের অনেক কোম্পানির প্রথম প্রান্তিকের ঘোষণাও চলে এসেছে। প্রথম প্রান্তিকে বেশিরভাগ কোম্পানি ভালো আয় দেখাতে ব্যর্থ হয়েছে। ফলে এসব শেয়ারের বিক্রির চাপ বেড়েছে। এসব কারণে গত দুই সপ্তাহ ধরে বাজারে নেতিবাচক অবস্থা বিরাজ করছে।
গতকাল সবচেয়ে বেশি লেনদেন হয় প্রকৌশল খাতে। এ খাতে লেনদেন হয় ১৩২ কোটি টাকা। যা মোট লেনদেনের ২৬ শতাংশ। এ খাতের ৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাড়ে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয় কোম্পানিটি। এছাড়া বিবিএস ক্যাবলসের ২৪ কোটি টাকা, বিএসআরএম লিমিটেডের সাড়ে ১৯ কোটি, ইফাদ অটোসের প্রায় ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে আরএসআরএম স্টিল। এছাড়াও বিবিএস ক্যাবলস ও বিএসআরএম স্টিল দর বৃদ্ধির শীর্ষ দশের মধ্যে অবস্থান করে। বস্ত্র খাতে লেনদেন হয় ১৭ শতাংশ। এ খাতে বিক্রির চাপ বেশি থাকায় মাত্র ২৪ শতাংশ শেয়ারদর বেড়েছে। ড্রাগন সোয়েটারের প্রায় ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ৪০ পয়সা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে লেনদেন হয় ১২ শতাংশ। এ খাতে মাত্র ৩৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। এ খাতের ইউনাইটেড পাওয়ারের ১৯ কোটি টাকার লেনদেন হলেও দর কমেছে চার টাকা। ডরিন পাওয়ারের প্রায় ১৭ কোটি টাকার লেনদেনের পাশাপাশি দর বেড়েছে এক টাকা ৩০ পয়সা। ব্যাংক খাতে লেনদেন হয় ১০ শতাংশ। এ খাতে মাত্র ১৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া বিবিধ খাতের বেক্সিমকোর প্রায় ২৩ কোটি ও আর্থিক খাতের লংকাবাংলা ফিন্যান্সের সাড়ে ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল গ্রামীণফোনের দর এক শতাংশ বা চার টাকা ৬০ পয়সা বেড়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ড খাতের দুটি প্রতিষ্ঠান দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে আসে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন