শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ওরাকল ক্লাউডে ঝুঁকছে বিশ্বের বেশির ভাগ প্রতিষ্ঠান

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিশ্বের বেশিরভাগ কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওরাকল ক্লাউড সেবা গ্রহণের প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে। একমাত্র স্বয়ংসম্পূর্ণ সেবা প্রদানে সক্ষমতার কারনেই এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিদিন ওরাকল ক্লাউডের মাধ্যমে বিশ্বের ১৯৫টি দেশে ৫৫ বিলিয়ন পরিমান ট্রানজেকশন হয়। খুব সম্প্রতি আলসি, ব্রডকম লিমিটেড, এক্সিলন, গনজাগা ইউনিভার্সিটি, হেনিকেন আরবান পোলো, প্রভিডেনস সেন্ট যোসেফ হেলথ, সিনক্লিয়ার ব্রডকাস্ট গ্রæপ এবং টি মোবাইল এই সেবা গ্রহন করেছে। ওরাকলের প্রডাক্ট ডেভেলপমেন্টের সভাপতি থমাস কুরিয়ান ওরাকল ক্লাউড এর এই চাহিদা তৈরিকে প্রতিষ্ঠানের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানের আধুনিকতা এবং সক্ষমতা জিনিসটাকে নতুন করে সংগায়িত করেছে ওরাকল ক্লাউড। ফলে কোম্পানিগুলো নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন