শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ভ্যাট আদায়ে এলটিইউ’র সাফল্য রাজস্ব আয় বেড়েছে ১৮ শতাংশ

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এ সময়ে এলটিইউ রাজস্ব আয় করেছে ৩১ হাজার ২৯৭ কোটি টাকা; যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। ওই অর্থবছরে এই সময়ে অর্জিত রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৬ হাজার ৩৮৮ কোটি ৪৯ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্যমতে, একক মাস হিসেবেও মার্চে রাজস্ব আয়ের ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এলটিইউ। চলতি অর্থবছরের মার্চ মাসে এলটিইউ ৩ হাজার ৭৮০ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব আয় করেছে। যা গতবছরের মার্চে ছিল ৩ হাজার ৪৫২ কোটি ৩৮ লাখ টাকা। এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, সময়োপযোগি কৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় রাজস্ব আয়ের ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া নিয়মিত পরিদর্শন ও অডিটের মাধ্যমে কর ফাঁকি রোধ করা সম্ভব হচ্ছে। এর ফলে রাজস্ব আয় বেড়েছে। তিনি বলেন, আমাদের একটি ¯েøাগান ছিল ‘দুর্নীতি ও হয়রানি মুক্ত’ কার্যালয়। আর এটাই সফলতার অন্যতম কারণ। সারাদেশে যে ভ্যাট আদায় করা হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত তার ৬৬শ তাংশই এলটিইউ আদায় করেছে। সবাই আন্তরিকতার সাথে শতভাগ দুর্নীতিমুক্তভাবে কাজ করেছেন বলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন এই কমিশনার। কোন প্রতিষ্ঠান যেন কর রেয়াতের অসৎ ব্যবহার করতে না পারে, সেদিকেও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এনবিআর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান কর রেয়াত পেয়ে থাকে। দেখা যায়, একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ কর রেয়াত পাওয়ার কথা, কৌশলে তার তুলনায় বেশি রেয়াত নিচ্ছে। এমন কিছু কর ফাঁকির ঘটনা আমরা ইতোমধ্যে উদঘাটন করতে সক্ষম হয়েছি। সেখান থেকেও বড় অংকের ভ্যাট রাজস্ব এসেছে। রাজস্ব আয়ে এলটিইউয়ের অবদান বাড়ছে উল্লেখ করে মতিউর রহমান বলেন, বরাবর মোট ভ্যাট রাজস্ব আয়ের ৫৪ থেকে ৫৫ শতাংশ এলটিইউ আয় করে থাকে। কিন্তু এখন এলটিইউয়ের অবদান অনেক বেড়েছে। গত ৯ মাসে মোট ভ্যাট রাজস্ব আয়ের ৬৬ শতাংশ এসেছে এলটিইউ থেকে। বিভিন্ন ধরনের উদ্ভাবনী কৌশল গ্রহণ করায় এলটিইউ রাজস্ব আয় বাড়াতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। চলতি অর্থবছরে জুলাই-মার্চ সময়ে মোট ভ্যাট রাজস্ব আয়ের পরিমাণ ৫৭ হাজার ৭৫০ কোটি টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন