বাংলাদেশে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র (সিরডাপ), আইএফআইসি ব্যাংক, বেসিক ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক চারদিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করনে এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. সিসেফ ইফেন্দি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম, আইএফআইসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এসএমই ডিভিশন টি আই এম রওশন জাদিদ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিনান্তি তালুকদার এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোঃ ইকবাল। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন