শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোমাঞ্চ জিতে টিকে রইল ব্যাঙ্গালুরু

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট তালিকার তলানীতে থাকা দুই দলের লড়াই। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দিল্লি ডেয়ার ডেভিলসকে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাতে প্লে-অফের নিভু নিভু আশার সলতেটা আরেকটু উজ্জ্বল হলো বিরাট কোহলির দলের। দিল্লির ৪ উইকেটে করা ১৮১ রানের জবাবে শেষ ওভারের ৫ম বলে ট্রেন্ট বোলটকে ছক্কার চুমুতে দলের ১৮৭ পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার অপরাজিত থাকেন ৩৭ বলে ৬ ছক্কা আর ৪ চারে ৭২ রান করে। তবে ৪০ বলে ৭০ রান করে দলের জয়ের ভিত অবশ্য গড়ে যান অধিনায়ক বিরাট কোহলি।
এর আগে ১৬ রানে ২ উইকেট হারানো দিল্লিকে পথে ফেরায় শ্রেয়াশ আয়ার (৩৫ বলে ৩২) ও ঋষব পন্তের ৯৩ রানের জুটি। ত্রয়োদশ ওভারের শেষ বলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৪ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন আসরের সর্বোচ্চ (৫৮২) রান সংগ্রাহক পন্ত। শেষদিকে অভিষেক শর্মার ১৯ বলে ৪ ছক্কা ও ৩ চারে করা ৪৬ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দিল্লি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন