শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাজারে আসছে ওয়ালটনের ৫ টনের ক্যাসেট ও ২ টনের ইনর্ভার্টার এসি

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলছে গ্রীষ্ম। প্রখর উত্তাপের আঁচ সর্বত্র। পড়ছে অসহনীয় গরম। গরমে প্রশান্তি দিতে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছেড়েছে আয়নাইজার প্রযুক্তির পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির নতুন মডেলের এসি। স্বাস্থ্যকর বাতাস, তুলনামূলক কম বিদ্যুৎ খরচ ও সঠিক বিটিইউ’র (ব্রিটিশ থারমাল ইউনিট) নিশ্চয়তা থাকায় ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে ওয়ালটনের নতুন মডেলের এসব এসি। চলতি মাসেই ২ টনের নতুন মডেলের ইনভার্টার এসি ও ৫ টনের ক্যাসেট টাইপ কমার্শিয়াল এসি বাজারে আনছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ব্যাপক গ্রাহক চাহিদার প্রেক্ষিতেই নতুন মডেলের এসব এসি উৎপাদন ও বাজারজাত করনের সিদ্ধান্ত নিয়েছে দেশীয় প্রতিষ্ঠানটি। ৫০ বছরের রেকর্ড ভাঙ্গা হাড় কাপানো শীতের পর এ বছর আগেভাগেই গরম চলে আসায় অসহনীয় উষ্ণতার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ফলে গরমের শুরুতেই অনেকেই এসি কিনছেন। গরমে স্বস্তির সঙ্গে নিশ্চিত করছেন জীবন যাপনের সুখ। সূত্র মতে, ১২০০০ বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) কে বলা হয় এক টন। আমদানি করা এসিতে সঠিক বিটিইউ থাকে না। যা সাধারন ক্রেতার পক্ষে ধরা সম্ভব নয়। তবে ওয়ালটন দেশে তৈরি করছে বলে সঠিক বিটিইউ নিশ্চিত করছে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এসি বিএবি স্বীকৃত নাসদাত ইউটিএস টেস্টিং ল্যাবে মান নিয়ন্ত্রণ করে বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটনের সেলস বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, নতুন মডেলের এসিগুলো বেশি চলছে। সবমিলিয়ে এবার ওয়ালটন এসির চাহিদা ও বিক্রি বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন