বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

এরদোগান মুসলমানদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নেতা -বাকির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৯:৫৭ পিএম

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান মুসলমানদের জন্য বিজ্ঞ পরামর্শদাতা বলে মন্তব্য করেছেন বসনিয়ার নেতা বাকির ইজেবেগোভিক। তিনি বলেন, এই কারণটি এরদোগানকে পশ্চিমাদের কাছে অজনপ্রিয় করেছে। শনিবার দেশটির রাজধানী সারায়েভোতে তার নিজ দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বসনিয়া এন্ড হার্জেগোভিনার প্রেসিডেন্সির এই চেয়ারম্যান বলেন, ‘আমাদের বন্ধু এরদোগান পশ্চিমাদের কাছে খুব বেশি জনপ্রিয় নয়, কারণ তিনি মুসলিমদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একজন মহান নেতা।’ তিনি বলেন, ‘তারা (পশ্চিমারা) আদিবাসী ও অজ্ঞ মুসলিম কর্তৃক বাধাপ্রাপ্ত হননি। কিন্তু যখন অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তখন তারা একজন মানুষের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, যিনি তিন মিলিয়ন উদ্বাস্তুর জন্য নিজের দরজা উন্মুক্ত করেছেন, যিনি বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করেছেন, সন্ত্রাসীদের মোকাবেলা করেছেন এবং তার দেশের সীমান্তে যুদ্ধ করেছেন।’ আগামী ২০ মে এরদোগান সারায়েভো সফর করবেন বলে আশা করা হচ্ছে। আনাদুলো এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন