শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিতর্ক নিয়ে চ্যাম্পিয়ন আবাহনী

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রেফারির শেষ বাঁজি বাজার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দুই প্রান্তের ছবি দু’রকম। একদিকে শিরোপা জয়ের আনন্দ অন্যদিকে হতাশা আর ক্ষোভের বিচ্ছুরণ। এরই মাঝে ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ ফুটবলের শিরোপা জিতে নিল ঢাকা আবাহনী। গতকাল দুপুরে ভারী বৃষ্টি হওয়ায় বেশ কর্দমাক্ত ছিল মাঠ। তাই খেলাও ছিল কিছুটা অগোছালো। তারপরও ম্যাচ জয়ী গোলটি নিয়ে রয়েছে বিতর্ক। ম্যাচের সাত মিনিটে করা রিমনের গোলের ঠিক আগ মুহুর্তে আবাহনীর অধিনায়ক রফিকুল ইসলাম সুমন ফরাশগঞ্জের গোলকিপার সাজিবুল ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও তা দৃষ্টিতে আনেননি রেফারি আনিসুর রহমান। ফরাশগঞ্জের ফুটবলাররা গোল বাতিলের দাবী তুললেও তা আমলে নেননি রেফারি। এ সময় খেলা প্রায় পাঁচ মিনিট বন্ধ ছিল। শিরোপা মহারনে হারলেও দারুন খেলেছে পুরান ঢাকার ক্লাবটি। গোল হজমের পর থেকেই যেনো জ¦লে উঠে আবু ফয়সাল আহমেদের শিষ্যরা। ৩১ মিনিটেই ম্যাচেই ম্যাচে সমতা ফেরানোর দারুন একটি সুযোগ হাতছাড়া করে দলটি। জটলার মধ্যে বল পেয়েও ফরাশগঞ্জের ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি। গোল লাইনের ঠিক সামনে থেকে ফিরে আসতে হয়েছে তাদের। দশ মিনিট পর আবারো আবাহনীর ভিত কাঁপিয়ে দেয় ফরাশগঞ্জ। এবার জয় চন্দ্র বর্মনের কোনাক‚নী শট আবাহনীর এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায়। কিন্তু শেষ পর্যন্ত আর গোল শোধ করা হয়ে ওঠেনি ফরাশগঞ্জের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন