বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানের সোয়েটার বিতর্ক!

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিষয়টা এতদিন তিলের পর্যায়েই ছিল। পাকিস্তানি ক্রিকেটারদের টেস্ট পোশাকে খানিকটা ডিজাইন বদল হয়েছে। টেস্টে ব্যবহৃত সোয়েটারে গলার চার পাশে সবুজাভ অংশটি আর দেখা যাচ্ছে না। ওয়াসিম আকরাম বহুবার এ নিয়ে সরব হলেও টনক নড়েনি কারো। অবশেষ আয়ারল্যান্ড সফরের টেস্টেই তিল থেকে প্রসঙ্গটি রূপ নিয়েছে তালে! এই ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে পিসিবি!
ঐতিহ্য ভাঙার ফলটা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য তাদের অগোচরে ঘটে গেছে অদ্ভুত এই ঘটনা! ঐতিহ্যগতভাবে পাকিস্তানের সোয়েটারের গলার চার পাশে সবুজাভ একটি অংশ থাকতো। আয়ারল্যান্ড সফরেও সেই ডিজাইনের পরিবর্তন নজর এড়ায়নি ওয়াসিম আকরামের। বাবর আজমের ব্যাটিংয়ের ছবি নিয়ে সরাসরি টুইট করেছেন। লিখেছেন, ‘সবুজাভ অংশটি গেল কোথায়? বিষয়টি কিন্তু মজার নয়!’ সেই সঙ্গে যোগ করে দিয়েছেন, ‘আমরা অনেকেই এই ডিজাইনের পোশাকী ঐতিহ্য নিয়ে খেলে আসছিলাম। আশা করবো পরবর্তীতে এতেই আমরা সীমাবদ্ধ থাকবো।’ তার টুইট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পিসিবিও জবাব দিয়েছে তদন্তের কথা জানিয়ে, ‘ধন্যবাদ বিষয়টি দেখিয়ে দেওয়ার জন্যে। আমরা গুরুত্বের সঙ্গেই বিষয়টি তদন্ত করে দেখবো।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন