শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জেমি না অন্য কেউ?

শনিবার জানা যাবে ফুটবল কোচের নাম

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ ফুটবল। কিন্তু টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করতে পারেনি বাংলাদেশ। অ্যান্ড্রু ওর্ডের পর নিয়োগ দিতে পারেনি নতুন কোচও। আগস্টে এশিয়ান গেমস। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাড়াটা এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। তাদের জোরাজুরিতে গতকালই জাতীয় ফুটবল দলের প্রধান কোচের নাম জানানোর কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির। কিন্তু বিওএ’র কথার তোয়াক্কা করেনি কমিটি। এখনও প্রধান কোচের নাম জানাতে ব্যর্থ বাফুফে। বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের অফিসে জাতীয় দল কমিটির সভা ছিল। সভা শেষে তিনি বলেন, ‘কোচের বিষয়ে আজ (গতকাল) সিদ্ধান্ত হয়নি। আসলে যে কোচের সঙ্গে আলোচনা চলছে, তার সঙ্গে দুয়েকটি বিষয়ে আলোচনা এথখনো বাকি। আশাকরি শুক্রবার সেগুলো ফাইনাল হবে। শনিবার প্রধান কোচের নাম প্রকাশ করতে পারব।’ তিনি যোগ করেন, ‘উনি এক জায়গায় কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত সেই চুক্তি বহাল থাকবে। শনিবার সভা ডেকে ঘোষণা দিয়ে দিব নতুন কোচের বিষয়ে।’
কোচের নাম প্রকাশ না করলেও এভাবেই ধারনা দিলেন নাবিল, ‘ব্রিটিশ একজন কোচের সেঙ্গ আলোচনা চলছে। আমি দু’সপ্তাহ লন্ডনে ছিলাম। উনার সঙ্গে দেখা করেছি। এক সঙ্গে চা খেয়েছি। সব বিষয়ে আলোচনাও করেছি। সব ঠিক থাকলে ১ জুন নতুন কোচ আসতে পারেন।’ তবে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান ওর্ডের স্থলাভিষিক্ত হতে পারেন ব্রিটিশ কোচ জেমি ডে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আগামী শুক্রবার সাবেক এই আর্সেনাল ফুটবলারের সঙ্গে কথা বলে পরদিন মিডিয়াকে জানানো হবে।
জানা গেছে, নতুন কোচকে আনা হবে এক বছরের জন্য। যিনি সিনিয়র ও অলিম্পিক দল পরিচালনা করবেন। এছাড়া অন্য দল নিয়ে তার পরামর্শও পাওয়া যাবে। জাতীয় দলের পরিকল্পনা সম্পর্কে বাফুফের এই কর্তার কথা, ‘জাতীয় দলের অনুশীলন শুরু হবে ১৯ কিংবা ২০ মে থেকে। জাতীয় দলে ৩৫ জনকে ডাকা হবে। এরপর বিকেএসেপিতে ফিটনেস ট্রেনিং শুরু হবে। ক্যাম্প একটানা এশিয়ান গেমস ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চলবে। মাঝে ক’দিন ছুটি থাকবে ঈদুল ফিতরের জন্য। আমাদের লক্ষ্য থাকবে কী করে ফিটনেসে ফিরিয়ে আনা যায়। এছাড়া জাতীয় দলের জন্য জুলাই ও আগস্টে দু’টি কিংবা তিনটি অফিসিয়াল বা আনঅফিসিয়াল ম্যাচের আয়োজন করতে পারি।’ সাফ টুর্নামেন্ট নিয়ে নাবিলের বক্তব্য, ‘টিম স্পিরিট, অনুশীলন মাত্রা, আয়োজন ও মোটিভেশনসহ অনেক কিছু নির্ভর করে। আমি চাই যাতে বাংলাদেশ সাফের ফাইনালে খেলতে পারে। লক্ষ্য থাকবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে। সাধ ও সাধ্যের মধ্যে যোগসূত্র থাকতে হবে। সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতেই আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
ওর্ড যাওয়ার পর ফুটবলে কেটে গেছে দেড় মাস। এই অনভিপ্রেত বিরতির মধ্যে জামাল-মামুন-সুফিলদের ফিটনেসে মরচে ধরে গেছে! কোচহীন অলস সময় কাটাচ্ছেন ফুটবলাররা বলতে গেলে। ফিটনেস ট্রেনার মারিও বসে আছেন। সব থমকে যাওয়া প্রধান কোচকে নিয়েই। কোচ চূড়ান্ত করে দ্রæতই শুরু হয়ে যাবে সেপ্টেম্বরে সাফের জন্য জাতীয় দলের প্রস্তুতি। তার আগে আগস্টে এশিয়ান গেমস। জেমির সঙ্গে বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রতিযোগিতায় আছেন আরও এক অস্ট্রেলিয়ান। এখনো নাম জানা যায়নি তার। এদের মধ্যেই একজনকে চূড়ান্ত করা হবে। বাফুফের স্ট্যাটেজিক ডিরেক্টর পল স্মলির গুরুত্বপূর্ণ মতামত থাকবে বলে জানা যায়। দেখা যাক কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন