শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

প্রিমিয়ার ব্যাংকের ১৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বেসরকারি খাতের দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২০১৭ সালের ব্যাংকের অর্জিত মুনাফার উপর ১৫শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে। গতকাল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আই সি সি বি) অনুষ্ঠিত ব্যাংকের ১৯ তম বার্ষিক সাধারন সভা’য় এ অনুমোদন দেয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল এবং ব্যাংকের অন্যান্য পরিচালকসহ শেয়ার হোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডা. এইচ বি এম ইকবাল শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, ব্যাংকের পরিচালন মুনাফা ২০১৭ সালে ৪৩২ দশমিক শূণ্য ২ কোটি টাকায় উন্নীত হয়। পূর্ববর্তী বছরের তুলনায় মুনাফা প্রবৃদ্ধির হার ৩০ দশমিক ১২শতাংশ। ব্যাংকের চেয়ারম্যান ডা. ইকবাল ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বাত্মক প্রচেষ্টা এবং বোর্ড সদস্যদের অকুন্ঠ ও দৃঢ় সমর্থনের প্রশংসা করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিমÑ ব্যাংকের কর্মকর্তা ও শেয়ারহোল্ডারদের ব্যাংকের প্রতি তাঁদের সুদীর্ঘ ও সুদৃঢ় সমর্থনের জন্য আন্তরিক সাধুবাদ জানান। ব্যাংকের পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন, আব্দুস সালাম মুর্শেদী, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, বিকল্প পরিচালক এ. এইচ. এম. ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী ও ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জাব্বার চৌধুরী ও গোলাম আউলিয়া ও ডিএমডিদের মধ্যে সৈয়দ নওশের আলী, শাহ আলম, শামমসুদ্দিন চৌধুরী, এম এ আব্দুল্লাহ, ইডি নাজিম উল্লাহ চৌধুরী ও কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন