চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ বিভাগে ১০০ মিটার দৌড়ে মোঃ রিপন দ্রæততম মানব এবং মহিলা বিভাগে সুমি আক্তার দ্রæততম মানবী হয়েছেন। শহীদ প্রকৌশলী সামশুজ্জামান স্টেডিয়ামে মনোরম পরিবেশে গতকাল অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল এবং বিকেলে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চেয়ারম্যান এম খালেদ ইকবাল ডার্ক প্রতিযোগিতায় প্রথম হয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের তাক লাগিয়ে দেয়। এবারের প্রতিযোগিতায় বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্য ২৫টি ইভেন্টে ১৭০ জন প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে মহিলা রয়েছে ৫৩ জন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন) জাফর আলম, সদস্য (অর্থ) কামরুল আমিন, সদস্য (হারবার) জুলফিকার আলী, সদস্য (প্রকৌশলী) শাহিনুর রহমান, উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম এবং সচিব মোঃ ওমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন