স্পোর্টস রিপোর্টার : এশিয়ান নেশনস কাপের র্যাপিড দাবায় বাংলাদেশ দাবা দল পঞ্চম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অনুষ্ঠিত বাংলাদেশ পাঁচ খেলার তিনটিতে জয়ী, একটিতে ড্র এবং একটি খেলায় হেওে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম হয়। বাংলাদেশ ও চীন দু’দলই সাত পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে চীনের গেম পয়েন্ট বেশী থাকায় চীন সেমিফাইনালে উন্নীত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন