বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

গাজা সীমান্তে বিক্ষোভ অব্যাহত

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা-ইসরাইল সীমান্তে চলমান বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হলেও তাতে দমে যায়নি তারা। মঙ্গলবার সকাল থেকে তারা নতুন করে বিক্ষোভ শুরু করেছে। আজ ১৫ মে ইসরাইল রাষ্ট্র সৃষ্টির ৭০তম বার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে ফিলিস্তিনিদের উৎখাত করে প্রতিষ্ঠা করা হয়েছিল ইসরাইল রাষ্ট্র। এ দিনটিকে ‘নাকবা’ বা ‘মহাবিপর্যয়’ দিবস হিসেবে পালন করে থাকে ফিলিস্তিনিরা। বিবিসি জানিয়েছে, সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে গাজা উপত্যকাসহ পুরো ফিলিস্তিনে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। এদিন জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করা হয়েছে। ক্ষুব্ধ ফিলিস্তিনিরা এ পদক্ষেপকে জেরুজালেমের ওপর ইসরাইলি শাসনের পক্ষে যুক্তরাষ্ট্রের স্পষ্ট সমর্থন হিসাবে দেখছে। জেরুজালেমের পূর্বাঞ্চলকে ফিলিস্তিনিরা নিজেদের বলে দাবি করে আসছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন