রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

১০ টাকা হিসাবধারীদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


সম্প্রতি ‘১০ টাকার হিসাবধারীদের জন্য ২০০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কীম’ এর আওতায় লীড ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। সম্প্রতি দিনাজপুরের ব্রাক লার্নিং সেন্টারে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী মর্তুজা, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান এবং অগ্রণী ব্যাংক, রংপুর সার্কেল এর মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. এ. ওয়াদুদ। এ ছাড়াও ন্যাশনাল ব্যাংক রাজশাহী আঞ্চলিক প্রধান মো. আলী হায়দার মুর্তুজা, অংশগ্রহনকারী ব্যাংক সমূহের শাখা ব্যাবস্থাপকবৃন্দ, বিভাগীয় কার্যালয় ও প্রধান কার্যালয় হতে আগত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ দিনাজপুর জেলার ২৭ ব্যাংকের ১৪০ জন ১০ টাকার হিসাবধারী প্রান্তিক গ্রাহকের মাঝে ঋণের পে-অর্ডার হস্তান্তর করা হয়। ন্যাশনাল ব্যাংক লীড ব্যাংক হিসেবে অনুষ্ঠানে দায়িত্ব পালন করে। - বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন