শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দল পাননি ময়না, পান্না, খাদিজা মোহামেডানের মায়া ছেড়ে রূপালী ব্যাংকে রোমানা

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মোহামেডানের প্রায় ঘরের মেয়ে হয়ে গিয়েছিলেন অল রাউন্ডার রোমানা আহমেদ। নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের টানা ৬টি শিরোপায় রেখেছেন অবদান রোমানা। ৭ বছর পর মোহামেডানের মায়া ছেড়ে যোগ দিলেন রোমানা রূপালী ব্যাংকে। আগামী ১৬ এপ্রিল থেকে অনুষ্ঠেয় নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে গতকাল সম্পন্ন হয়ে যাওয়া দল-বদলে রূপালী ব্যাংক জায়ান্টদের টেক্কা দিয়েছে। শুধু রোমানাই নয়, দলে ভিড়িয়েছে এই ব্যাংক ক্লাবটি বাংলাদেশ নারী দলের ওপেনার শুকতারা এবং শায়লা শারমিনকে। তবে এবারো শক্তিশালী দল গঠন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। সালমা খাতুন ছাড়াও দলটিতে আছেন পুলের ক্রিকেটার লতা মন্ডল ও পিংকিং। আবাহনী সেখানে পুরোনো নারী ক্রিকেটার জাহানারার সঙ্গে পেয়েছে পুলের ক্রিকেটার শারমিন সুপ্তাকে। পুলের তিন ক্রিকেটার ময়না, পান্না ঘোষ এবং খাদিজাতুল কুবরা পাননি দল। মোট ৬৫ ক্রিকেটারের দল-বদল এদিন সম্পন্ন হয়। সম্মানীর দিক দিয়ে রেকর্ড করেছেন মোহামেডানের সালমা খাতুন। ৭ লাখ টাকার কাছাকাছি পাচ্ছেন এবার তিনি। রূপালী ব্যাংকের রোমানা আহমেদের সম্মানী ৬ লাখ টাকা ছাড়িয়ে গেছে। শুকতারার সম্মানী সেখানে ৪ লাখ টাকা। নারী ক্রিকেট লীগে দল-বদলের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন