শেরপুরে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবীতে আজ ১৬ মে বুধবার দুপুরে আদালতে একটি মামলা দায়ের করেছেন নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠু। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে জড়িয়ে মিথ্যা, মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দন্ডবিধির ৫০০ ধারায় এ মামলাটি দায়ের করেছেন তিনি। নালিতাবাড়ী সি.আর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার মামলাটি গ্রহণ করে জেলা পুলিশের ডি.বি’র ওসি’কে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে এমন তথ্য জানা গেছে।
মামলার এজাহারে বাদী জাপা নেতা মো. সোহেল রানা মিঠু অভিযোগ করেছেন, গত ১৩ মে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর পালিত কন্যা শ্রীমতি নিপা রানী কর্মকারকে নিজ খরচে বিয়ে দিয়েছেন। রাজধানীর ঢাকেশ্বরি জাতীয় মন্দিরে ওই বিয়ের অনুষ্ঠানে জাপার প্রেসিডিয়াম সদস্যসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় এনিয়ে সংবাদ প্রকাশিত হলেও ‘দৈনিক আমার দেশ অনলাইন পত্রিকায়’ পালিত কন্যা নিপা রানী কর্মকারকে এরশাদ নিজে বিয়ে করলেন মর্মে সংবাদ প্রকাশিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ পার্টির সকল নেতাকর্মীদের মানহানি হয়েছে। টাকার অংকে যার পরিমাণ এক কোটি টাকা। এজন্য নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠু বাদী হয়ে দন্ডবিধির ৫০০ ধারায় এ মামলাটি দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন