‘বিগ বস ৫’ অংশগ্রহণকারী অভিনেত্রী পূজা মিশ্র তাকে নিয়ে কুৎসা রটনা করার অভিযোগে বম্বে হাইকোর্টে অভিনেত্রী সানি লিওনির বিরুদ্ধে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানির মামলা দায়ের করেছেন।
পূজা মামলার বিবরণে জানান, তিনি ‘বিগ বস ৫’ রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী ছিলেন, সানি লিওনি অনেক পরে অনুষ্ঠানটিতে অন্তর্ভুক্ত হন। পূজার অভিযোগ সে সময় সানি মিডিয়ার এক অংশে তাকে নিয়ে কুৎসা রটিয়ে সাক্ষাতকার দিয়েছিলেন এবং তিনি এই কাজ করেছিলেন তার প্রতি বিদ্বেষ আর ঈর্ষা থেকে।
পূজা আরও উল্লেখ করেছেন, সানি মুম্বাইয়ের একটি দৈনিকের একটি প্রবন্ধকে এমনভাবে প্রভাবিত করেছেন যাতে তার সম্মান ক্ষুণœ হয়েছে। এর ফলে তাকে তার ফিক্সড ডিপোজিট ভাঙতে হয় আর এতে তার ৭০ লক্ষ রুপি ক্ষতি হয়।
বিচারক ঘোষণা দেন হাই কোর্টের গ্রীষ্মকালীন ছুটির পর জুনে মামলার পরবর্তী শুনানি হবে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন