ঈমান
(হে নবী), যদি এরা এ কথার ওপর ঈমান না আনে তাহলে মনে হয় দুঃখে-কষ্টে তুমি নিজেকেই বিনাশ করে দেবে। যা কিছু এই জমীনের বুকে আছে আমি তাকে তার জন্যে শোভা বর্ধনকারী (করে) সৃষ্টি করেছি যাতে করে মানুষের আমি পরীক্ষা করতে পরি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশী উত্তম।
-সূরা কাহাফ: আয়াত: ৬-৭
আল হাদিস
যাকাত অগ্রিমও আদায় করা যায়
আলী রাযি. থেকে বর্ণিত যে, আব্বাস রাযি. একবার সময় হওয়ার পূর্বেই অগ্রিম যাকাত আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি এ ব্যাপারে তাকে অনুমতি দিলেন। (আবু দাউদ, তিরমিযী)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন