রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাহিত্য

এ সপ্তাহের পদাবলী

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

সৈয়দ আসরার আহমদ

অংক মেলেনি
তোমাদের পথ চেয়ে থাকি সারারাত
তোমরা আসো না তাই খুলি ধারাপাত
অংকেতে চিরকাল আমি তো বোকা
অংক মেলে নি তুমি বুদ্ধিমান খোকা
ধারাপাতের পাতা খুলি অশ্রুভেজা পথ
তোমরা তো চলে গেছো ফিরে বারাসাত
রাত শেষে ভোর হলে লোকালে চড়ে
রামপুরহাট থেকে আমি আসবো ফিরে
ভূগোলে পড়েছি আমি পৃথিবীটা গোল
তাই বুঝি সব সম্পর্কে এত গন্ডগোল
মানুষ নামক জীব অতি বুদ্ধিমান
রাতকে দিন করে হয়েছে মহান
বিদ্যুত বাতি দিয়ে ঘুচায় আঁধার
অথচ মনে তো তার ঘোর অন্ধকার
অংকটা মেলেনি কেন আজও জানিনা
তোমরা জানো না তা আমি মানি না।


সাকিব জামাল
জলরঙ মন
বুঝেছি আমি, তোমার জলরঙ মন,
তোমাকে পড়তে চাওয়া - তাই অসম্ভব আয়েজন!
পাতায় পাতায় রহস্য - কখনো মোনালিসার হাসি
কখনো বিরক্তিতে কুঁচকানো ভুরু!
কখনো আমার বুকে আবাস গড়ার তীব্র বাসনা তোমার,
কখনো আবার দেখি উড়ু উড়ু!
প্রেম-বিরহের পাঠ উদ্ধার বোধহয়- পাতাল খুড়ে পুরোনো
সভ্যতা বের করার চেয়েও কঠিন ভীষণ,
বুঝেছি আমি, তোমার জলরঙ মন!
রহস্যময়তা নারীর ভুষণ ! চোখ বলে এক
ঠোট বলে আরেক! অঙ্গে অঙ্গে ভিন্ন ভিন্ন রূপ!
তবুও পুরুষমন নাঁচে অঙ্গিকুন্ডের পাশে ভালোবাসার আশায়
আমিও যুদ্ধ করি উদ্ধারে তোমার স্বরূপ!
তুমি থাকো, নিজে রাখো রহস্যেই ঘেরা
- আমিও হই নাছোড় বান্ধা - চিন্তাশীল পাঠক সর্বক্ষণ ।
যদিও জানি আমি, ক্ষণে ক্ষণে বাদলায় আকাশের রঙ,
বদলায় ঋতুর ঢঙ, পানি- পানির পাত্রে,
গানের সুর -কন্ঠে কন্ঠে : এমনই বদলায় রহস্যময়ীর জলরঙ মন!
তবুও চায় মন মনের পাঠ - শুধু তোমাকে নিয়ে কাটুক সময় -
জমুক রহস্যের মাঠ, তুমুল বাধা বিপত্তির হোক আমার পথঘাট!

 

সবুজ আহমেদ কক্স
বেঁচে আছি কি
বালিশের পাশে নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত রেখে
ঘুমাচ্ছি আজ বহু দিন, বহু বছর
অথচ রক গানের মশগুল ছিলাম পুরো যৌবন
একদিন কতো পাখি গান শুনাতো সহস্র সুরে
স্বরচিত কথায় অডিও ভিড়িও
পরিচিতি পথ, পার্ক, রেস্তোরা অলিগলি রিক্সাওলা
কেউ আমাকে চিনে না এখন
অথচ চোখের ইশারায় কতো কি না করেছি
যে পাখিরা গান শুনাতো সে পাখিগুলো
খুব অচেনা অপরিচিতা
মাঝে মাঝে অবাক লাগে বেঁচে আছি কি?
চিমটি কাটি আয়নার সামনে যতোবার যাই...


সুমন আহমেদ
কেমন আছো মা
খুব জান্তে ইচ্ছে করে- কেমন আছো মা?
আজ কতদিন, কতমাস, বছর পেরিয়ে গেলো-
তোমার ঐ মায়া ভরা- মমতায় ঘেরা, চাঁদ মুখ খানা দেখিনা,
কতশত প্রহর গত হয়ে গেলো- তোমার কোলে মাথা রেখে
মমতার হাত ভোলানো ঘুম পারানির গান শুনি না।
মা›গো ভালো নেই আমি- ভালো নেই...
প্রবাস নামের ধুলোময় যান্ত্রিক প্রাণহীন শহরে-
তোমার খোকা ভালো নেই;
কেবল শুধু বেঁচে আছি- প্রতিনিয়ত
বেঁচে থাকার অভিনয় করে। মা’গো আজ
আমি বুঝি- তুমি শূন্যতা কত কঠিন;
বেঁচে থেকেও যেন- বেলা অবেলা
প্রতিমূহূর্ত মৃত্যুর স্বাদ।


রাজু ইসলাম
না
আমাদের না বলার সময় এসেছে
ভেবে দেখুন ‘না’ এর মাঝেই আছে হ্যা
--আমাদের সত্য বলার সময় এসেছে
তাই মিথ্যেকে আঁকড়ে পড়ে আছি
‘না’- বলতে পারাছ না অপারগতায়
আমাদের ‘হ্যা’ আসে না
তাই ‘হা’ করেই বসে আছি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন