শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এই বিশ্বকাপটা চান নেইমার

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিল ব্রাজিল। সেটা হয়নি, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল ব্রাজিল সেই নেইমারই কোয়ার্টার ফাইনাল থেকে ইনজুরি নিয়ে দর্শক হয়ে যান। এবার নেইমারের হাত ধরেই সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আবারো ২৬ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারকে নিয়েই স্বপ্ন দেখছে।
দেশকে আরেকটি বিশ্ব শিরোপা পাইয়ে দিতে চান নেইমার। পিএসজির জার্সিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়া নেইমার নিজেকে ফিরে পেতে লড়ছেন। এক ফেসবুক সাক্ষাৎকারে দেসিমপেদিদোসকে তার শিরোপা ক্ষুধার কথা জানিয়েছেন নেইমার। হেক্সা জেতার মিশনে ব্রাজিলবাসী তার দুই পায়ের দিকেই তাকিয়ে আছে, এটা বুঝতে পেরে ব্রাজিলের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে নেইমার শুনিয়েছেন তার এখনকার অনুভূতির কথা, ‘আমি জানি সবাই স্নায়ুচাপে আছে, কিন্তু ফেরা নিয়ে কেউই আমার চেয়ে বেশি উদ্বিগ্ন নয়। কেউই আমার চেয়ে বেশি ভীত নয়।’
চোট থেকে সেরে উঠার বড় একটা সময় নিজ দেশ ব্রাজিলেই কাটিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। নিকটজন ও বন্ধুরা তাকে সেই চাপ থেকে নির্ভার রাখার চেষ্টা করছিলেন, ‘সবাই আনন্দময় করে রাখছিল চারপাশ। আমাকে খুশি রাখছিল। আমাকে রুটিন কাজ করতে ও চাপ সামলাতে এটা বেশ কাজে দিয়েছে।’
গত ফেব্রæয়ারি থেকেই মাঠের বাইরে নেইমার। নিজের ফিটনেস ফিরে পেতে আশাবাদী ব্রাজিল তারকা আরও যোগ করেন, ‘আমি বল নিয়ে এরই মধ্যে অনুশীলন শুরু করেছি। অনুশীলনে স্বাচ্ছন্দ্যবোধ করছি। অবশ্য কিছুটা ভয় আছে, কিন্তু আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।’
ইনজুরি থেকে সেরে ওঠা নেইমারকে নিয়ে ইতোমধ্যেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রæপে নেইমারদের প্রতিপ, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। আগামী ১৭ জুন শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গ্রæপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২২ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নেইমাররা মুখোমুখি হবে কোস্টারিকার। ২৭ জুন নিজেদের গ্রæপপর্বের শেষ ম্যাচে রাত ১২টায় ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন