তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যোপ এরদোগান রোববার সারায়েভোতে সেখানে বসবাসরত তুরস্কের নাগরিকদের আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছেন। এই সমাবেশকে কেন্দ্র করে বসনিয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
গত বছর তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ সৃষ্টি করতে গণভোটের সময় দেশটির বাইরে এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু তখন জার্মানীসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ওই সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এজন্য সারায়েভোতে এরদোগানের নির্বাচনী সমাবেশের আয়োজন করার সিদ্ধান্ত আঙ্কারা ও ব্রাসেলসের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তুরস্কে ২৪ জুন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউরোপে ৩০ লাখ তুর্কি ভোটার রয়েছে। এর মধ্যে জার্মানীতে রয়েছে ১৪ লাখ তুর্কি ভোটার।
বসনিয়ার গণমাধ্যমে বলা হয়, প্রায় ২০ হাজার মানুষ সারায়েভোর বৃহত্তম স্টেডিয়াম জেত্রায় আয়োজিত এ সমাবেশে যোগ দিবে বলে আশা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন