রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এসে গেছেন কারস্টেন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

সোমবার হোটেল সোনারগাঁয়ে গর্ডন গ্রিনিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, আইপিএলে গ্যারি কারস্টেনের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ চারে না উঠলে ২০-২১ তারিখে ঢাকায় আসবেন তিনি। গেলপরশু রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবারের আইপিএল যাত্রা শেষ হয় বিরাট কোহলির দলের। শর্তমতে ভারত থেকে গতকাল রাত সাড়ে আটটার সময় ঢাকায় পা রেখেছেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
কারস্টেন বাংলাদেশে এসেছেন জাতীয় দলের প্রধান পরামর্শক হিসেবে। ভারতের বিশ্বকাপ জয়ী এই কোচ আপাতত বিসিবিকে জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজতে সহায়তা করবেন। কারস্টেনের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘আজ (গতকাল) রাতে আসার কথা। কদিন থাকবে এই মুহূর্তে বলতে পারছি না। তার সঙ্গে কথা হলে বুঝতে পারব।’
কারস্টেন কীভাবে বিসিবিকে কোচ পেতে সহায়তা করবে, সেটি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান গত সপ্তাহে বলেছিলেন, ‘অভিজ্ঞ, আমাদের জন্য ভালো হবে- এমন তিন-চারজনের একটা তালিকা করে রেখেছি। এখন পরামর্শকের (কারস্টেন) মতামত জানা দরকার। আমাদের পাশাপাশি পরামর্শকও একটা তালিকা তৈরি করেছে। এমনও হতে পারে, আমাদের চেয়ে ভালো কোচ তার তালিকায় আছে। আমাদের কী ধরনের, কেমন কোচ দরকার, সেটি নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি, এ মাসের মধ্যে দৃশ্যমান কিছু দেখতে পাবেন।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন