শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শিরোপা আরামবাগের

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) পাইওনিয়ার ফুটবল লীগের শিরোপা জিতেছে আরামবাগ ফুটবল একাডেমী। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লীগের ফাইনালে তারা ২-০ গোলে হারায় গাজীপুর সিটি ফুটবল একাডেমীকে। বিজয়ী দলের পক্ষে ফাহিম ও মিঠু একটি করে গোল করেন। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন আরামবাগের ফাহিম। এর আগে স্থান নির্ধারনী ম্যাচে বসুন্ধরা কিংস ৪-৩ গোলে উত্তরা রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে তৃতীয়স্থান পায়। লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বসুন্ধরা কিংসের মেহেদী হাসান। সেরা গোলরক্ষকের পুরস্কার পান আরামবাগের ইমন। আগামী ফুটবল মৌসুমে আরামবাগ, গাজীপুর ও বসুন্ধরা তৃতীয় বিভাগ লিগে খেলার যোগ্যতা অর্জন করলো। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফিসহ যথাক্রমে এক লাখ, পঞ্চাশ হাজার ও দশ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন