শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কুমিল্লা-নীলফামারী ফাইনাল

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির ফাইনালে উঠেছে কুমিল্লা ও নীলফামারী জেলা। আজ বিকেল চারটায় এ দু’দল ফাইনালে মুখোমুখী হবে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেবেন সযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এর আগে গতকাল প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ২১-১৩ পয়েন্টে রাজশাহীকে এবং দ্বিতীয় সেমিতে নীলফামারী একটি লোনাসহ ২৯-২৩ পয়েন্টে সাতক্ষীরাকে হারিয়ে ফাইনালে উঠে। আইজিপি ও কাবাডি ফেডারেশনের সভাপতি একেএম শহিদুল হক উপস্থিত থেকে সেমিফাইনাল দু’টি উপভোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন