বিশেষ সংবাদদাতা : পেসার হান্ট কর্মসূচি থেকে রুবেল, শফিউল, তাসকিনরা এসেছে বেরিয়ে। এ বছর রবির উদ্যোগে দেশব্যাপী পেসার হান্ট কর্মসূচিতেও পড়েছে ব্যাপক সাড়া। সে কারণেই পেসার হান্ট কর্মসূচির সাফল্যে অনুপ্রাণিত বিসিবি সভাপতি ভবিষ্যতের রাজ্জাক, সাকিব, রফিকদের খুঁজে বের করতে স্পিনার হান্ট কর্মসূচি হাতে নেয়ার কথা ভাবছেন। গতকাল মিডিয়াকে এ পরিকল্পনার কথাই জানিয়েছেন তিনিÑ ‘পেসার হান্টের মতো স্পিনার হান্টও করতে যাচ্ছি।’
স্পিনার হান্ট কর্মসূচির জন্য একজন বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচও খুঁজছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে নির্বাচক কমিটিতে একজন বোর্ড পরিচালককে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি গতকাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন