বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৩২ থেকে ২৪-এ ক্রোয়েশিয়া দল

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল থেকে কমিয়ে ২৪ জনে নিয়ে এসেছেন ক্রোয়েশিয়ান কোচ জøাটকো ডালিচ। এবারের আসরে ক্রোয়েশিয়ার মূল লক্ষ্যই হলো নক আউট পর্ব নিশ্চিত করা। সেই লক্ষ্যে দলে তেমন কোন চমক নেই। লুকা মোদ্রিচ, ইভান রাকিটিচ, মারিও মানজুকিচ ও ইভান পেরিসিচের ওপরই দলের মূল ভরসা নির্ভর করছে। গোলপোস্ট আগলে রাখার দায়িত্বে কাÐারী ড্যানিয়েল সুবাসিচের ঘাড়েই বর্তানোর জোর সম্বাবনা। ২৩ সদস্যের মূল দল থেকে বাদ পড়তে পারেন ২১ বছর বয়সী নতুন ডিফেন্ডার ডুজে কালেটা কার কিংবা তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৬ বছর বয়সী মিডফিল্ডার ফিলিপ বারাডারিচ। তবে দীর্ঘদিনের সেন্টার-ব্যাক ভারডান করলুকা কাফ ইনজুরি কাটিয়ে ফিরতে না পারলে এই দুই খেলোয়াড়ই রাশিয়ার প্লেন ধরবেন। ডার্ক হর্স হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালের টিকেট পাওয়া ক্রোয়েশিয়া এরপর তিনটি আসরের কোনটাতেই নক আউট পর্বে যেতে পারেনি। ক্রোয়েশিয়ার গ্রæপ-ডি’তে আর্জেন্টিনা, নাইজেরিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে লড়বে। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৩ জুন এনফিল্ডে ব্রাজিল ও ৮ জুন ওসিজেকে ঘরের মাঠে সেনেগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
গোলরক্ষক : ড্যানিয়েল সুবাসিচ, লোভরে কালিনিচ, ডোনিমিক লিভাকোভিচ। ডিফেন্ডার : ভারডান করলুকা, ডোমাগোজ ভিডা, ইভান স্ট্রিনিচ, ডিজান লোভরেন, সিমে ভারসালকো, জোসিপ পিভারিচ, টিন জেডভাজ, মাতেজ মিট্রোভিচ, ডুজে কালেটা-কার। মিডফিল্ডার : লুকা মোড্রিচ, ইভান রাকিটিচ, মাতেও কোভাচিচ, মিলান বাডেল, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্রাডারিচ। ফরোয়ার্ড : মারিও মানজুকিচ, ইভান পেরিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রেজ ক্রামারিচ, মার্কো পাকা, আন্টে রেবিচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন