রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সমন্বিত ইসলামিক ডিজিটাল সেবা ‘নূর’ আনল রবি

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

 

দেশের বৃহত্তম ও একটি সমন্বিত ইসলামিক ডিজিটাল সেবা ‘নূর’ আনল শীর্ষ ডিজিটাল সেবা সরবরাহকারী কোম্পানি রবি। পবিত্র রমজান মাসে ইসলামী জীবনধারা অনুসরণের জন্য ইসলামী রীতিনীতি, সঠিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য সরবরাহ করছে সেবাটি। অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়াপ-ভিত্তিক (যঃঃঢ়://হড়ড়ৎংধধিন.পড়স) সেবা ‘নূর’র মাধ্যমে নামাজের সময়সূচী, হজ, রমজানের ক্যালেন্ডার, দোয়া, কোরআন তেলাওয়াত, নামাজ শিক্ষা, তাসবীহ, কিবলা কম্পাসের মতো গুরুত্বপূর্ণ ইসলামী উপকরণ পাবেন গ্রাহকরা। এছাড়া মসজিদ লোকেটর ফিচারের মাধ্যমে দেশের যে কোন স্থানের আশেপাশের মসজিদের অবস্থান এবং যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে একজন ব্যক্তির কী পরিমাণ যাকাত দিতে হবে তা জানা যাবে।
দৈনিক বা ১৫ দিনের ভিত্তিতে সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। করসহ দৈনিক সেবা মূল্য ২ টাকা ৪৪ পয়সা এবং ১৫ দিনের জন্য সেবামূল্য ৮ টাকা ৫২ পয়সা। গ্রাহকরা সেবা গ্রহণ করার পর তা বন্ধ না করলে স্বয়ংক্রিয়ভাবেই নবায়ন হবে। সেবাটি গ্রহণ করলে গ্রাহকরা রিংটোন, ইসলামিক ওয়ালপেপার, ইসলামিক অ্যানিমেশন, ইসলামিক ভিডিও এবং লাইভ ভিডিও’র মতো বিভিন্ন ইসলামিক কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত জানতে গ্রহাকরা রবি কর্পোরেট সাইটটি- িি.িৎড়নর.পড়স.নফ ভিজিট করতে পারেন। -বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন