রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউনাইটেড হসপিটালে ডা : রেয়ান আনিস

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

 

হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রেয়ান আনিস, স¤প্রতি রাজধানীর ইউনাইটেড হসপিটালে যোগদান করেছেন। ইউনাইটেড হসপিটাল কার্ডিয়াক সেন্টারে বর্তমানে তিনি সার্বক্ষণিক রোগী দেখবেন এবং নিয়মিতভাবে ক্যাথল্যাবে বিভিন্ন কার্ডিয়াক প্রসিডিওর করবেন।
১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডাঃ রেয়ান আনিস, সম্মিলিত সামরিক হাসপাতালে বৎসরাধিক সময় কাজ করেন। এরপর তিনি ১৯৮৯ সালে যুক্তরাজ্যের এডিনবরা পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিসিনে ইন্টার্নাল মেডিসিনে কোর্স সম্পন্ন করেন। ১৯৯১ সালে তিনি স্কটল্যান্ডের রয়েল ইনফার্মারী এডিনবরাতে ক্লিনিক্যাল ট্রেইনি হিসাবে সংযুক্ত হন ও পরবর্তীতে রেজিস্ট্রার হিসাবে কাজ শুরু করেন। ১৯৯২ সালে দেশে ফিরে তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে কার্ডিওলজিতে ক্লিনিক্যাল ফেলোশীপ করেন। ১৯৯৪ সালে তিনি বারডেমের কার্ডিওলজী বিভাগে যোগ দেন। এরপর তিনি ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত লন্ডনের কিংস কলেজ হসপিটালে কার্ডিওলজী বিভাগে কাজ করেন এবং পরবর্তীতে দেশে ফিরে ২০০২ সাল পর্যন্ত বারডেমের কার্ডিওলজী বিভাগে এসোসিয়েট প্রফেসরের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ড্যাব কার্ডিয়াক সেন্টার স্থাপনায় বিশেষ করে এর হৃদরোগ নিবিড় পরিচর্যাকেন্দ্র ও ক্যাথ ল্যাব কার্যক্রম শুরু করার জন্যে ২০০৩ সাল পর্যন্ত কার্ডিওলজী কন্সাল্টেন্ট হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়াও তিনি জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সিনিয়র কার্ডিওলজী কন্সাল্টেন্ট হিসেবে কাজ করেন। ইউনাইটেড হসপিটালে যোগদানের প‚র্বে তিনি ল্যাব এইড কার্ডিয়াক হসপিটালে সিনিয়র কন্সাল্টেন্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে যুক্ত ছিলেন।-বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন