স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা দিবস রানার উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার শেষ আটে জায়গা পেয়েছেন শীর্ষ বাছাই অমল রায়। গতকাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় ৬-১, ৬-১ গেমে আমেরিকান ক্লাবের আরিফ হোসেনকে হারান।
দিনের অন্য খেলায় ব্রিটিশ হাই কমিশন ক্লাবের মুনির হোসেন ৬-৪, ৩-৬, ৬-১ গেমে এলিট একাডেমির কাউসার আলীকে, ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রাম ৬-১, ৬-২ গেমে বিকেএসপির অর্নব সাহাকে, মাদারীপুর টেনিস ক্লাবের মামুন বেপারী ৬-১, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপেক্সের আব্দুল লতিফকে, নরডিক ক্লাবের দীপু লাল ৬-৪, ৬-৩ গেমে শেখ জামাল ক্লাবের জনিকে, ব্রিটিশ হাইকমিশন ক্লাবের সজিব পাশি ৬-১, ৬-১ গেমে মানিকগঞ্জ টেনিস ক্লাবের সেলিম হোসেনকে, বরিশাল ক্লাবের রুবেল হোসেন ৬-৩, ৬-২ গেমে সাতক্ষীরা টেনিস ক্লাবের শেখ হাসিবুল হককে এবং ব্রিটিশ হাই কমিশন ক্লাবের আনোয়ার হোসেন ৬-১, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আসমত উল্লাহকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেন।
বালিকা এককে (১৪ বছর গ্রæপ) বিকেএসপির পপি আক্তার ৬-২, ৬-১ গেমে আমেরিকান ক্লাবের এলসা সৈয়দকে, জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সূচনা ৬-১, ৬-০ গেমে বিকেএসপির রিনভি আক্তারকে, বিকেএসপির জেরিন সুলতানা ৬-১, ৬-০ গেমে এলিট একাডেমির সুমাইয়া হোসেনকে এবং বিকেএসপির ইতি আক্তার ৬-১, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের শ্রাবণী বিশ্বাস জুইকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন