রুমু, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লীগের ১১৫ জন ক্রিকেটার তাদের ঠিকানা বদল করেছে। তবে এবারের দলবদলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গতবারের চ্যাম্পিয়ন শহীদ শাহজাহান সংঘ। তাদের ঘরের মিঠু, রুবেল ও রতনসহ বেশ কয়েকজন ক্রিকেটার ঠিকানা বদল করেছে। গতবারের রানার্সআপ আবাহনী, ইস্পাহানী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি তাদের অবস্থান আরো সুদৃঢ় করেছে। এরই সাথে গত আসরের শিরোপা জিততে না পারার বেদনায় ব্রাদার্স ইউনিয়ন এবার দলে ভিড়িয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। ফলে এবারের দলবদলে লাভবান হয়েছে ব্রাদার্স, আবাহনী, বন্দর ও ইস্পাহানী। কাগজে-কলমে এ চারটি দল এবারের প্রিমিয়ার লীগে শিরোপার দাবিদার। আর গতবারের চ্যাম্পিয়ন শহীদ শাহজাহান সংঘের বেরিয়ে যাওয়া খেলোয়াড়দের স্থলে মুক্তিযোদ্ধার জুলহাজ সাগর, শতদল ক্লাবের কাকন, রেলওয়ের ইরফানকে দলভুক্ত করলেও তেমন লাভবান হয়নি এ দলটি। তবে আপাতদৃষ্টিতে শিরোপা প্রত্যাশী উল্লেখিত দলগুলো বেশ ভালোভাবেই তাদের ঘর গুছিয়ে নিলেও মাঠের লড়াইয়ে কে এগিয়ে যাবে সেটা দেখার বিষয়। কেননা প্রতিটি দলে তিনজন করে ঢাকার ক্রিকেটারের পাশাপাশি স্থানীয় উদীয়মান ক্রিকেটাররা খেলবে। তারাই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেবেন।
গতবারের শিরোপা জিততে না পারায় ব্রাদার্স দলে ভিড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দলের রেজাউল করিম রাজীব, ইকবাল হোসেন, সাদিক হোসেন, শহীদ শাহজাহান সংঘের তন্ময়, ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের রিপন, ওমর ফারুক ও জালালবাদ ক্রীড়া সংস্থার মামুনকে। গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী তাদের অধিকাংশ ক্রিকেটারকে ধরে রেখে এবার দলভুক্ত করেছে শাহজাহান সংঘের রুবেল, সিটি কর্পোরেশন একাদশের সাজ্জাদ হোসেন, রায়ান উদ্দিন আরাফাত, শতদল জুনিয়রের মিনহাজ, নিমতলা লায়ন্স ক্লাবের জগলুল, ফ্রেন্ডস ক্লাবের ইরফানুল, ইয়ং স্টার বøুজের মানিক, রাইজিং স্টারের সাব্বির ও কামরুলকে। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবও তাদের অধিকাংশ খেলোয়াড় ধরে রেখে দলভুক্ত করেছে আবাহনীর রাব্বি, নান্না, শতদল ক্লাবের আদিল, সিটি কর্পোরেশন গ্রীনের ইমতিয়াজ আহমেদকে। এবারের দলবদলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়ে বেশ সরব ছিল। তারা দলে ভিড়িয়েছে ব্রাদার্সের ইমরুল করিম, সাবেক জাতীয় তারকা চট্টগ্রামের ছেলে এফএমসির নাজিম উদ্দিন, শাহজাহান সংঘের মাহবুবুল করিম মিঠু, সুজন দাশ, সিটি কর্পোরেশনের আবু নেওয়াজ লিখন, ফ্রেন্ডস ক্লাবের মনিরুল, শতদল জুনিয়রের ইকবাল বাহার, সিটি গ্রীনের সাদ্দাম ও শাহাদাত হোসেনকে। নবাগত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রও (লাল) দলে ভিড়িয়েছে এফএমসির রনি চৌধুরী, সিটি কর্পোরেশনের রাব্বি, ফ্রেন্ডস ক্লাবের আরাফাত, সিটি গ্রীনের আশরাফুল, শতদল ক্লাবের রাসিব উদ্দিন, ইস্পাহানীর আকিব আলী, রাইজিং স্টারের ফারহাত বিন হক ও ফ্রেন্ডস ক্লাবের জুনায়েদ হাসানকে। এবারের দলবদলে অংশগ্রহণকারী অন্য দলগুলোর মধ্যে কমবেশি সবাই ছিল সরব এবং তারা হচ্ছে এফএমসি স্পোর্টস, সিটি কর্পোরেশন একাদশ, শতদল ক্লাব জুনিয়র, শতদল ক্লাব, কোয়ালিটি স্পোর্টস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন