শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কান্দাহারে বিস্ফোরণে নিহত ১৬ আহত ৩৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে মঙ্গলবার এক বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, এখনও কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, একটি মিনিবাসে বোমা সেট করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ। তবে কিছুক্ষণ পর তারা দাবি করেন, একটি মেকানিক কারখানার দুটি কন্টেনার থেকে বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থালে উদ্ধারকর্মীরা কাজ করছেন। তারা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করার চেষ্টা করছেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি মৃতের সংখ্যা নিশ্চিত করে এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছেন। মুখপাত্র দাউদ বলেন, ওই বিস্ফোরণে আশপাশের অনেক দোকান ও ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই বিস্ফোরণে আহত হয়েছেন ২৯ বছর বয়সী আব্দুল সালেহ। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ ছিল ‘শক্তিশালী বজ্রপাতের মতো’। এসএএম, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন