রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সুবিধা-অসুবিধা দুই-ই দেখছেন সাকিব : ফিজ ফ্যাক্ট

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ দল দেরাদুনে গিয়ে অনুশীলনও সেরে নিয়েছে একদিন। সেই দলে ছিলেন না অধিনায়ক। ভারতের মাটিতেই লম্বা আইপিএল মৌসুম কাটিয়ে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র। একদিন বাড়তি অনুশীলনের চেয়ে তাই বিশ্রামটাই ছিল বেশি জরুরি। দলের সঙ্গে যোগ দিতে গতকাল সকালে রওনা হলেন অধিনায়ক। সঙ্গী তখন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যাবার আগে অধিনায়ক বলে গেলেন একটি দুর্ভাবনার কথাও। আফগানিস্তান সিরিজে যে পাচ্ছেন না দলের সেরা বোলারকে!
বাংলাদেশ দল ভারতে যাওয়ার আগের দিন পায়ের আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে মুস্তাফিজের চারটি ওভার অধিনায়কের অনেক বড় ভরসার জায়গা। চারটি ওভার নিয়ে অনেকটা নিশ্চিন্ত থাকাই শুধু নয়, বোলিং আক্রমণের পরিকল্পনাও সাজানো হয় এই বাঁহাতি পেসারকে ঘিরে। সেই পরিকল্পনায় ধাক্কা লেগেছে মুস্তাফিজের চোটে, অধিনায়কের অকপট স্বীকারোক্তি। তবে বরাবরই ইতিবাচক সাকিব এটিকে দেখছেন অন্যদের জন্য বড় সুযোগ হিসেবে, ‘স্বাভাবিক ভাবেই একটু সমস্যা হবে। সে আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার। তাকে ছাড়া কাজটা একটু কঠিন হবেই। তবে ওর না থাকা কিন্তু অন্যদের জন্য একটি সুযোগ। ওর বদলে যে সুযোগ পাবে, সে যেন তা ভালো ভাবে কাজে লাগাতে পারে। আমি মনে করি, অন্য কারও জন্য নিজেকে মেলে ধরার বড় সুযোগ এটি।’
র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে আগেই ফেভারিট মেনে নিয়েছেন সাকিব। তবে নিজেদের সম্ভাবনারও কমতি দেখছেন না। অধিনায়ক ভালো করতে চান সিরিজের শুরুটা, আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচ ধরে এগোনোর। প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো শুরু করতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের পক্ষে থাকবে। পরের দুই ম্যাচ তখন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।’ অধিনায়কের সঙ্গে এদিন ভারতে রওনা হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। মুস্তাফিজকে হারানোর আক্ষেপ শোনা গেল তার কণ্ঠেও, ‘অবশ্যই ওকে মিস করব আমরা। এই সংস্করণে আমাদের নিয়মিত বোলার ও। মাত্রই আইপিএল খেলে এসেছিল, ভারতে সেই অভিজ্ঞতা কাজে লাগত। সেটা মিস করব। তার পরও আশা করি অন্যরা ভালো করবে। দল খুব ভালো অবস্থানে আছে। গতকাল (পরশু) ওখানে ওরা অনুশীলন করেছে আশা করি সিরিজটায় আমরা ভালো করব।’
সিরিজ খেলতে বাংলাদেশ দল দেরাদুন পৌঁছায় ২৯ মে। তার দুদিন পর যোগ দিচ্ছেন সাকিব। বিশ্ব একাদশের হয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল রাতের টি-টোয়েন্টি ম্যাচ খেলে সেখান থেকে সরাসরি দেরাদুনে দলের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবাল। মুস্তাফিজের বিকল্প হিসেবে আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু। মুস্তাফিজ না থাকলেও বাকি সবাই থাকায় সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী সাকিব, তবে শুরুটার দিকে বাড়তি নজর তার, ‘লক্ষ্য তো সিরিজ জেতা তবে আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ খেলার। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। যদি ভালো শুরু করতে পারি মোমেন্টাম আমাদের দিকে থাকবে। পরের দুই ম্যাচ আমি মনে করি আমাদের জন্য বেশ সহজ হবে।’
৩, ৫ ও ৭ জুন দেরাদুনেই হবে সবগুলো ম্যাচ। শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন